নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার আনুমানিক রাত আটটার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিছু সময় পর নড়াইল সদর হাসপাতালে আনলে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ওই শিক্ষার্থীর নাম নাসিম শেখ (২৪)। তিনি কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। নাসিম নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রোববার সন্ধ্যায় নিজ বাড়ি রঘুনাথপুর থেকে পাশের চানপুর গ্রামে এক মসজিদে আরবি পড়তে যান নাসিম। পরে রাত আটটার দিকে পড়া শেষ করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে তানজির নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় লোকজন একটি আওয়াজ শুনতে পান। তাঁরা দৌড়ে এসে দেখেন, সড়কে আহত অবস্থায় পড়ে আছেন নাসিম। সে সময় কিছুটা দূরে একটি মোটরসাইকেল ও একাধিক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরা চানপুরের দিকে পালিয়ে যান। পরে লোকজন নাসিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাসিমের চাচাতো ভাই রাব্বি শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় নয়, তাঁদের সন্দেহ নাসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই তাঁরা সুষ্ঠু তদন্ত চান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।