খাগড়াছড়ির দীঘিনালা বাজারের স্টেশন এলাকায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় লোকজন বলেন, বাজারের একটি হোটেলের পেছন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খাবারের দোকান, মুঠোফোন ও মুঠোফোন সার্ভিসের দোকান, গাড়ির যন্ত্রাংশের দোকান ও টংদোকান আগুনে পুড়ে যায়। কেউই কিছু বের করতে পারেননি দোকান থেকে।
মুঠোফোনের মালিক মো. আলমের দাবি, তাঁর দোকানে আট লাখ টাকার ওপরে মালামাল ছিল। সব হারিয়ে তিনি নিঃস্ব।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম।
এর আগে গত ১৬ মে দীঘিনালা বাজারের ৬০টি দোকান আগুনে পুড়ে যায়।