চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির সমাবেশে যাওয়ার পথে দলটির নেতা-কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মিরসরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে ছাত্রলীগ ও যুবলীগ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এ সময় গাড়ির ধাক্কায় এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাঁর নাম জানা যায়নি।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমাবেশে যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন স্থানে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে ও অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। মহাসড়কে গাড়ি ভাঙচুর করে নেতা-কর্মীদের উল্টো পথে ফিরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অগণতান্ত্রিক এসব আচরণ কেবল তাদের পতনই ত্বরান্বিত করবে। বিএনপির এ গণজোয়ার রুখতে পারবে না।
হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি আশরাফুল কামাল প্রথম আলোকে বলেন, মহাসড়কে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আজ সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছিলেন। বিএনপির নেতা-কর্মীদের বহনকারী একটি গাড়ির ধাক্কায় ছাত্রলীগের এক কর্মী আহত হওয়ায় কিছু সময়ের জন্য মহাসড়কের চট্টগ্রামমুখী লেন বন্ধ রাখেন তাঁরা। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুততম সময়ে তাঁরা যান চলাচলের ব্যবস্থা করেন। সেখানে কারও ওপর হামলা বা গাড়ি ভাঙচুরের কথা সত্য নয়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকালে মিরসরাইয়ের কমলদহ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে উল্টো পথে আসা একটি গাড়ি এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করলে কিছু লোক মহাসড়কে জটলা করেন। তখন যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় কোথাও কারও ওপর হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে এমনটা তাঁদের জানা নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেননি।