খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম

খাগড়াছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান চট্টগ্রামে গ্রেপ্তার

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান দিদারুল আলমকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এ সময় তাঁর সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফিরোজসহ আরও তিনজনকে আটক করা হয়। তবে যাচাই-বাছাইয়ের পর তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম নগরের খুলশী থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তারে অভিযান চালায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান দিদার জিইসি মোড়ের হান্ডি রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করছিলেন। তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। তাঁদের আটক করি। দিদারুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়। বাকিদের যাচাই-বাছাই চলছে।’

খাগড়াছড়ি থানা-পুলিশের তথ্যের ভিত্তিতে দিদারুল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। দিদারুল আলম খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই রফিকুল আলম খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র। ৫ আগস্টের ক্ষমতার পটপরিবর্তনের পর দুজনকে কয়েকটি মামলায় আসামি করা হয়।

জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা প্রথম আলোকে বলেন, ‘দিদারের বিরুদ্ধে ২০২৪ সালে ২০টি মামলা পেয়েছি। এর আগে আরও ২০টি মামলা রয়েছে। আমাদের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’