লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে দাদা ও নাতির লাশ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে একটি বাড়ির পেছনের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া দুজন হলেন নুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা সফি উল্যাহ (৭০) ও তাঁর নাতি মো. ওমর (৩)।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে হাঁটার সময় ঘরের পেছনে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকে অসাবধানতাবশত দাদা ও নাতি পড়ে যান। পরে সেখানে থাকা পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়।
মৃত সফি উল্যার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আজ সকালে দাদা-নাতি হাঁটতে বের হয়। এরপর আর তারা ঘরে আসেনি। দীর্ঘ সময় তাদের খোঁজ পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ঘরের পেছনে থাকা সেপটিক ট্যাংকে দুজনের লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সেপটিক ট্যাংকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের চাওয়া অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।