ফেনীর সোনাগাজী উপজেলায় কয়েকজন কৃষকের দুই একর ফসলি জমি মাটি কেটে ইটভাটায় বিক্রি ও মাছের খামার তৈরির চেষ্টা করায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি খনন যন্ত্র জব্দ করা হয়।
গতকাল শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী। ওই ইউপি সদস্যের নাম আলী আশরাফ। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী বলেন, নাজিরপুর এলাকার কৃষক মাহবুল হক ও সারওয়ার জাহানসহ কয়েকজন কৃষক তাঁদের কাছে অভিযোগ করেন, স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফসহ কয়েকজন লোক তাঁদের দুই একর ফসলি জমি দখল করে রেখেছেন। তাঁরা এ জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। একই সঙ্গে জমিটিতে পাড় বেঁধে মাছের খামার তৈরির চেষ্টা করছেন। কৃষকেরা বাধা দিলে নানা ধরনের হুমকি দেওয়া হয়।
গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে খননযন্ত্রচালক রিফাত হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য আলী আশরাফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় খননযন্ত্রটি জব্দ করা হয়। আলী আশরাফ ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।