দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেন তাঁরা। ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কে কয়েক শ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার-ফেস্টুন হাতে ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেনসহ পুলিশের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষার্থী শাহনাজ পারভীন বলেন, ‘আমরা অধিকার চেয়েছিলাম, অথচ আমাদের রাজাকার বানিয়ে দেওয়া হলো। আমরা মেধাবীদের যোগ্য স্থান চেয়েছি। যেখানে দেশ গড়তে মেধাবীদের বিকল্প নেই, সেখানে অযোগ্য লোকদের বসিয়ে দেশের ক্ষতি করা হচ্ছে। তাই আমরা আমাদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব, যত দিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে।’
বিক্ষোভে অন্য শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সুজন রানা, কৃষি অনুষদের শিক্ষার্থী সোহাগ রানা, ১৭ ব্যাচের শিক্ষার্থী হাসানুজ্জামান মিলন, ইংরেজি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ফাইজ প্রমুখ।
কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, ‘রাস্তা অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। আমরা তাদের বুঝিয়েছি, আপনারা যৌক্তিক আন্দোলন করেন। তবে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে আন্দোলন করেন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’