একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। বই জ্ঞানার্জনে সহযোগিতা করে। তাই নতুন প্রজন্মের মধ্যে ছাপা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আজ সোমবার সকালে ঝিনাইদহের একটি কমিউনিটি সেন্টারে বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনলাইনের যুগে ছাপা বই পড়ায় আগ্রহ সৃষ্টি করতে চলতি বছর দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। এরই অংশ হিসেবে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার প্রত্যন্ত গ্রাম শ্রীপুরের একটি পাঠাগারে ১৭২টি বই দেওয়া হয়েছে। বইগুলো সংগ্রহ করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শ্রীপুর (এসডব্লিউএএস) নামের ওই পাঠাগারের কর্মকর্তারা।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, বন্ধুসভার উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, হাবিবুর রহমান, আনোয়ার ফিরোজ মাসুম, সভাপতি সানজিদা আফরোজ, সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিসান আহম্মদ, ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, এসডব্লিউএএসের সভাপতি জাহাঙ্গীর কবীর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি বিনির্মাণে ছাপানো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই বিতরণ, বইমেলা, শিক্ষার্থী সংবর্ধনা ও গণিত উৎসবের মতো কর্মকাণ্ডের মাধ্যমে প্রথম আলো সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, একটি সামাজিক প্রতিষ্ঠানও।
আলোচনা শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শ্রীপুরের (এসডব্লিউএএস) পাঠাগারের কর্মকর্তাদের হাতে বই তুলে দেওয়া হয়।