রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এই দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খোকন ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ প্রমুখ।
উপাচার্যকে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে অনতিবিলম্বে পদত্যাগ করে যোগ্য একজন বিশিষ্ট ব্যক্তিকে স্থলাভিষিক্ত করার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
সেই সঙ্গে প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট বডি, বহিরাঙ্গন ও ছাত্র পরামর্শক বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের পদত্যাগেরও দাবি জানানো হয়েছে। ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করে সুষ্ঠু নেতৃত্ব চর্চা ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনের লক্ষ্যে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে ১ নম্বর গেটে তোরণ নির্মাণ, তাঁর পারিবারিক আর্থিক সচ্ছলতার স্বার্থে পরিবারের একজনকে চাকরি প্রদান, ভবিষ্যতে তাঁর নামে একটি মিলনায়তন নির্মাণের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আবু সাঈদ হত্যার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধীদের শনাক্ত করে তাদের যথাযথ বিচার, নিরস্ত্র-নিরপরাধ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তাসহ হামলাকারী ছাত্রলীগ কর্মীদের তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচারের আওতায় আনা, মেধা ও আর্থিক অসচ্ছলতার বিষয়গুলো বিবেচনা করে শিক্ষার্থীদের আবাসন সুবিধা প্রদানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোনো রকম হেনস্তা না করার দাবি জানানো হয়েছে।