নোয়াখালীতে বসতঘরের সিঁধকাটা, ভেতরে পড়েছিল নারীর হাত-পা বাঁধা লাশ

নোয়াখালী জেলার মানচিত্র
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারী কবিরাজকে হাত–পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৬৩)। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে হাতিয়া থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত মনোয়ারা বেগম উত্তর সাগরিয়া গ্রামের মৃত আজহার উদ্দিনের স্ত্রী। তিনি মানুষকে নিয়মিত ঝাড়ফুঁক এবং পানিপড়া দিতেন। উদ্ধারের পর তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোয়ারা বেগম নিজের ঘরে একাই থাকতেন। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ে স্বামীর বাড়িতে ও ছেলে চট্টগ্রামে থাকেন। তিনি কবিরাজি করে খরচ মেটাতেন। আজ সকালে তাঁর ঘরের বাইরে সিঁধ কাটা দেখেন প্রতিবেশীরা। এরপর ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ চৌকির ওপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, নিহত নারীর ঘরের সিঁধকাটা ছিল এবং তাঁর লাশ চৌকির ওপর হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত নারীর ছেলেকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরও বলেন, নিহত নারীর লাশ উদ্ধারের পাশাপাশি পুলিশ এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।