ময়মনসিংহ সিটি নির্বাচন

হাতি চেয়ে ঘড়ি নিলেন ইকরামুল, নিজের পছন্দের ঘোড়া পেলেন এহতেশামুল

ময়মনসিংহ জেলার মানচিত্র
ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা। আজ শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন।

প্রথমে মেয়র পদে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। মেয়র পদের প্রার্থী সাবেক মেয়র ইকরামুল হক ও সাকেদুল হক খান দুজনই হাতি প্রতীক চান। রিটার্নিং কর্মকর্তা এই দুই প্রার্থীর উদ্দেশে বলেন, ‘আপনাদের এক মিনিট সময় দেওয়া হলো। এর মধ্যে দুজনের যদি প্রতীক নিয়ে সমঝোতা হয়, তাহলে আমরা সেটি মেনে নেব। অন্যথায় লটারির মাধ্যমে এ দুই প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’ রিটার্নিং কর্মকর্তার এ ঘোষণার পরপর ইকরামুল হক দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেকুল হক খানকে সম্মান জানিয়ে নিজে ঘড়ি প্রতীক চান। পরে রিটার্নিং কর্মকর্তা ইকরামুল হককে ঘড়ি ও সাদেকুল হক খানকে হাতি প্রতীক বরাদ্দ দেন।

মেয়র পদে নিজের ইচ্ছা অনুযায়ী প্রতীক ঘোড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল আলম। রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল।

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৯ সালের মে মাসে প্রথম নির্বাচনে মো. ইকরামুল হক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি করপোরেশনের এবারের নির্বাচনে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। এ কারণে সদ্য সাবেক মেয়র ইকরামুল হকসহ আওয়ামী লীগের তিনজন নেতা স্বতন্ত্র প্রার্থী হন। ইকরামুল হক ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি। মেয়র পদে আরও প্রার্থী হয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান। এ ছাড়া জাপার শহিদুল ইসলাম ও কৃষিবিদ রেজাউল হক মেয়র পদে লড়ছেন।