মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বিজিবি ও বিএসএফ সদস্যদের রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা শূন্যরেখায়
মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বিজিবি ও বিএসএফ সদস্যদের রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা শূন্যরেখায়

বিজয় দিবসে বাংলাবান্ধা সীমান্তে বিজিবি-বিএসএফের ‘রিট্রিট প্যারেড’

মহান বিজয় দিবস উদ্‌যাপন স্মরণীয় করে রাখতে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’ (দুই দেশের জাতীয় পতাকা নামানো বা অবনমন) অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত এবং ভারতের ফুলবাড়ী সীমান্তের শূন্যরেখায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতীয় ১৭৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা রিট্রিট প্যারেডে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বিজিবি রংপুর উত্তর–পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান এবং বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুরিয়া কান্ত শর্মা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান, বিএসএফের শিলিগুড়ি সেক্টরের ডিআইজি পি কে সিং প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ দুই দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা দুই দেশের পর্যটকেরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

যৌথ প্যারেড শেষে বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা তাঁদের বক্তব্যে এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে অভিমত দেন। স্মরণীয় দিনটিকে আরও গৌরবান্বিত করার লক্ষ্যে দুই দেশের বন্ধুত্বের এই নিদর্শন যৌথ রিট্রিট প্যারেডের আয়োজনকে সাধুবাদ জানান বক্তারা। বিজিবি-বিএসএফ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য স্মৃতি স্মারক বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

স্মৃতি স্মারক বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

এর আগে ২০১৮ সালের ২৭ এপ্রিল বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তের শূন্যরেখায় এই রিট্রিট সেরিমনির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তখন থেকে প্রতিদিন সূর্যাস্তের সময় বিজিবি ও বিএসএফের রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হচ্ছে।