ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফারজান আহমেদ ওরফে রাফি নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফারজান আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোরাউন্দ গ্রামে। তাঁর পরিবার বারহাট্টা সদরে থাকে। তাঁর বাবা নুরে আলম ব্যবসায়ী, মা ফারজানা আক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
ফারজান আহমেদের মামা হোসাইন মোহাম্মদ দেলোয়ার প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ফারজান নেত্রকোনার বাড়ি থেকে রুয়েট ক্যাম্পাসে যায়। গত শনিবার তাঁর শরীর ব্যথাসহ জ্বর আসে। ওই দিন সন্ধ্যায় সহপাঠীরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত মঙ্গলবার জানা যায়, ফারজান ডেঙ্গুতে আক্রান্ত। এই খবর জানার পর তাকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সে মারা যায়।
ফারজানের বড় ভাই ফারহান আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বারহাট্টা সিকেপি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ফারজানের জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।