বাঘাইহাট-সাজেক সড়কের দোপাতা এলাকায় আগুন জ্বালিয়ে অবরোধ পালন করা হচ্ছেে। আজ শনিবার সকালে
বাঘাইহাট-সাজেক সড়কের দোপাতা এলাকায় আগুন জ্বালিয়ে অবরোধ পালন করা হচ্ছেে। আজ শনিবার সকালে

আবারও বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত, অবরোধ প্রত্যাহার

আবারও স্থগিত করা হলো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। কাল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণায় অবরোধ প্রত্যাহার করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কাল ৯ জুন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে ২৭ মে এক জরুরি বৈঠকে তা স্থগিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগেও একবার নির্বাচন স্থগিত করা হয়।

ভোট গ্রহণ উপলক্ষে ইতিমধ্যে ৬টি ভোটকেন্দ্রে নির্বাচন কর্মকর্তা ও সরঞ্জাম পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। আজ অন্য ভোটকেন্দ্রগুলোয় নির্বাচন সরঞ্জাম পাঠানোর কথা ছিল।

আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়েছে। বাঘাইছড়ির মাচালং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও ইউপিডিএফের নেতা বিপুল চাকমা বলেন, নির্বাচন স্থগিত করায় দুপুর ১২টায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা না হলে আবার অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে আজ সকাল ৬টা থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে ইউপিডিএফ। গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অবরোধের ঘোষণা দেওয়া হয়।