গত ৫ আগস্ট নারায়ণগেঞ্জর সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে র‌্যাব–১২
গত ৫ আগস্ট নারায়ণগেঞ্জর সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে র‌্যাব–১২

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া দুই আগ্নেয়াস্ত্র ও চার ট্রাক মালামাল ফেরত আনলেন শিক্ষার্থীরা

আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে ফেরত এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করেন তাঁরা। পরে একই দিন বিকেলে পুলিশের কাছে এসব হস্তান্তর করা হয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এসব মালামালের মধ্যে একটি হ্যান্ডকাপসহ চারটি পিকআপভর্তি বিপুল পরিমাণ সামগ্রী আছে।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে থানা পরিষ্কারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করেন তাঁরা। গতকাল দুপুর নাগাদ ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি এসব মালামাল উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মেহরাব হোসেন বলেন, ‘আমরা থানা পরিষ্কার করার পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারের উদ্যোগ নিয়েছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সব সময় প্রস্তুত আছি। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমরা বিভিন্ন এলাকায় গিয়ে মসজিদের মাইকে মাইকিং করছি। মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় এসব মালামাল আমাদের কাছে জমা দিয়ে যাচ্ছেন। পরে আমরা সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বুঝিয়ে দিই।’

ওসি আবু বকর সিদ্দিক বলেন, উদ্ধার করা অস্ত্র দুটি মালখানার ছিল। শিগগিরই থানায় পুলিশের কার্যক্রম চালু হবে

পাঁচ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব 

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হ্নওয়া আরও পাঁচটি অস্ত্র, গুলিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে র‍্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আজ শনিবার দুপুরে র‌্যাব-১১ গণমাধ্যম কর্মকর্তা সনদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলা বারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‌্যাব-১১–এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে পাঁচটি অস্ত্র ও বিপুল পরিমাণে গুলি, সাউন্ড গ্রেনেড, তিনটি হাতকড়া, দুটি মোটরসাইকেল, একটি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারি জিনিসপত্র উদ্ধার করা হয়।