হত্যা
হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার বরমী বাজারের কামারপট্টি এলাকায় গোপাল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি রানী পাল (২৪) শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের কাব্য সরকারের স্ত্রী। এ দম্পতি দীর্ঘদিন ধরে বরমী কামারপট্টি এলাকায় বসবাস করছিলেন। তাঁদের দুই বছরের একটি ছেলে আছে। স্মৃতি রানীর বাবার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামে। বাবার নাম সুনীল পাল।

নিহত নারীর স্বজন গৃহবধূ রূপকোনা জানান, গতকাল রাতে তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ পাশের ঘর থেকে স্মৃতি রানীর চিৎকার শোনেন। ওই ঘরে গিয়ে দেখতে পান মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্মৃতি। পাশে পড়ে আছে রক্তমাখা দা।

প্রতিবেশী সাগর কর্মকার বলেন, ‘চিৎকার শুনে ওই বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় স্মৃতিকে পড়ে থাকতে দেখি। তার গলা, ঘাড় ও হাতের বিভিন্ন জায়গায় আঘাত ছিল। তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সাগর কর্মকার আরও বলেন, কাব্য সরকার ছোটবেলা থেকেই নানার বাড়ি বরমীতে বসবাস করেন। তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করার পর তিনি বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। তিন বছর আগে স্মৃতি রানী পালকে বিয়ে করেন তিনি। এ ঘটনা কেন ঘটেছে, তা কেউ বুঝতে পারছেন না। পুলিশ কাব্য সরকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা রতন মিয়া প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনে সকালে সেখানে গিয়েছিলাম। গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘর থেকে রক্তমাখা দা ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হয়েছে।