মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মারা যাওয়া শিশুটির নাম মো. নাসিম। সে উপজেলার কোলা ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামের মো. রহমত উল্লাহর ছেলে। নাসিম স্থানীয় সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে ঘরের দরজার কাছে বসা ছিল নাসিম। এ সময় তার হাতে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। নাসিমের চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তার হাতের ক্ষতস্থানের ওপরে বেঁধে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়।
কোলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আকরাম হোসেন বলেন, ছোট ছেলেটি সাপের কামড়ে মারা গেল। ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এ জন্য তাঁরা রাস্তাঘাটের ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছেন।