সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব।’
আজ রোববার দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, ‘ধাপে ধাপে আন্তরিকতার সঙ্গে সব দলকে আমন্ত্রণ দিয়েছিলাম, চলেন, আমরা আলোচনায় বসি, কোনো কোনো দল আসেনি। এটা তাদের ব্যাপার, না–ও আসতে পারে। তাদের ইচ্ছা, অথবা আমাদের ওপরে আস্থা নেই। আমি জানি যে আমি কী করছি? সুতরাং কার কী ধারণা, সেটা আমার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করছি। আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব।’
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন কমিশন বসে যেটা মঙ্গলজনক মনে করবে, সুবিধা হবে, সেটাই করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও তিনি মনে করেন।
বিভিন্ন নির্বাচনের উদাহরণ টেনে এই নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮–এর নির্বাচন দেখেছেন। হানড্রেড পার্সেন্ট পারফেক্ট কিন্তু কখনোই ছিল না। আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, আমরা এ পর্যন্ত যা করেছি, তাতে আমরা সেটিসফায়েড, জনগণ সেটিসফায়েড।’
এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আহসান হাবিব খান বলেন, খুলনা সিটি করপোরেশনের মতো নির্বাচন এর আগে কেউ দেখেননি। নির্বাচন কমিশনের সর্বোচ্চ চেষ্টা থাকবে ওই ধরনের নির্বাচন করার।