বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একই পরিবারের দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অপর এক নারী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রাম থেকে ওই দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গতকাল বুধবার রাতের কোনো এক সময় দুজনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই নারী হলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের বৃদ্ধ মা লালমুন্নেছা বেগম ও পুত্রবধূ রিপা আক্তার (৩০)। এ ঘটনায় দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দেলোয়ার হোসেনের বাড়িতে একই ঘরে ওই তিন নারী ঘুমিয়ে ছিলেন। আজ সকালে তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘরে ঢুকে লালমুন্নেছা ও রিপা আক্তারের লাশ উদ্ধার করে। আর অচেতন অবস্থায় মিনারা বেগমকে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘরের এক কোণে সিঁধ কাটার আলামত আছে। তবে ঘরের কোনো কিছু চুরির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ মেশানো খাবার খেয়ে ওই দুই নারীর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘরের এক পাশে সিঁধ কাটা থাকলেও ঘরের ভেতরে কোনো মালামাল খোয়া যাওয়ার আলামত নেই। বিষয়টি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।