মামলা
মামলা

সাতকানিয়ায় চার ইউপি চেয়ারম্যানসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার বাসিন্দা মো. তসলিম বাদী হয়ে সাতকানিয়া থানায় এ মামলাটি করেন।

মামলায় কেঁওচিয়া ইউপির চেয়ারম্যান মো. ওচমান আলী, মাদার্শা ইউপির চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপির চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম, ঢেমশা ইউপির চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামসহ ৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।  

মামলার এজাহার মতে, গত ১৮ জুলাই সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বস্তরের জনসাধারণের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সন্ত্রাসীরা হামলা চালায়। শুরুতে তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। লাঠিসোঁটা, হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করে তারা। বাদী মো. তসলিম ওই হামলায় আহত মো. সিফাতের বাবা। আহত বাকিরা হলেন—খুরশিদ আলম, মুদাসসির, নুরুল আলম তালুকদার ও মোহাম্মদ সেলিম।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।