রাতভর মেঘের গর্জন। থেমে থেমে বৃষ্টি ঝরেছে। ভোরেও বর্ষণ হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন; যেকোনো সময় আবার বৃষ্টি হতে পারে। এমন বৈরি আবহাওয়ার মধ্যেই আজ বুধবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। সেখানে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
সকাল সাড়ে আটটা থেকে শিক্ষার্থীরা রংপুর পাবলিক মাঠে আসতে থাকে। সঙ্গে অনেকের অভিভাবক এসেছেন। শিক্ষার্থীরা শুরুতে উৎসবের অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। সকাল ১০টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। রংপুরের উৎসবে অংশ নিতে বিভিন্ন উপজেলার জিপিএ-৫ পাওয়া ২ হাজার ৩৭৮ শিক্ষার্থী নিবন্ধন করেছে।
আজ সকালে রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণজুড়ে কৃতী শিক্ষার্থীদের হাসির ঝিলিক। বৃষ্টির আতঙ্ক উপেক্ষা করে আনন্দে মেতে উঠতে দেখা যায় শিক্ষার্থীদের। সহপাঠীরা একে অপরকে দেখে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। কেউ কেউ আড্ডায় মশগুল হয়ে পড়ে। কেউ আবার মাঠের পূর্ব অংশে সেলফি জোনে ব্যস্ত ছিল ছবি তোলায়। অভিভাবকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
৩০ কিলোমিটার দূর তারাগঞ্জ উপজেলা থেকে এই উৎসবে অংশ নিয়েছে কঙ্কনা রায়। সে এবার উপজেলার জাহাঙ্গীরাবদ বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। কঙ্কনা রায় বলে, ‘সকালে বৃষ্টি উপেক্ষা করে এখানে এসেছি। ক্লান্তি ভুলে গেছি। বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। এক সঙ্গে এত বন্ধুর উপস্থিতি যেন মিলনমেলা।’
মিঠাপুকর উপজেলার শঠিবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামারা হক জিপিএ–৫ পেয়েছে। সে বলে, ‘অনেক দূরের পথ থেকে এসেছি। সকালে বৃষ্টি ছিল। এরপরও ছুটে এসেছি। অনেক আনন্দ লাগছে।’
অনেক দূরের পথ থেকে এসেছি। সকালে বৃষ্টি ছিল। এরপরও ছুটে এসেছি। অনেক আনন্দ লাগছে।সামারা হক, শিক্ষার্থী
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশনের ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ৬ (ছয়) মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়, কোনো চার্জ ছাড়া ডেলিভারি ও একটি আকর্ষণীয় চাবির রিং বিনা মূল্যে।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও এ বছর ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে সম্মননা জানানো হবে। তাঁরা হলেন রংপুর জিলা স্কুলের দেওয়ান মো. গাজী সালাহ উদ্দিন, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নূর মোহাম্মদ, দর্শনা বাছিরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের আবুল কালাম আজাদ, সিদ্দিক মেমোরিয়াল স্কুল ও অ্যান্ড কলেজের শফিকুর রহমান, ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (আইজিএস) মাহেদুল ইসলাম, আফান উল্লাহ উচ্চবিদ্যালয়ের বি এম মাহফুজ উন নাহার, মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের মারুফ হোসেন মাহাবুব, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মুরাদ হাসান, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সিরাজুল ইসলাম এবং শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের মো. হামীম।