সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে ছাত্রাবাস থেকে বের হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভ মিছিলের ভিডিওটি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা ছাড়াও সাবেক শিক্ষার্থীরাও সেই ভিডিও শেয়ার করে বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর গতকাল হামলার যেসব ঘটনা ঘটেছে, তা ন্যক্কারজনক।
শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্রাবাসের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেন। এরপর রাত আড়াইটার দিকে রিফাত-মিলন ছাত্রাবাসের শিক্ষার্থীরা অ্যাপ্রোন পরে ছাত্রাবাসের বাইরে বের হন। এরপর তাঁরা মিছিল নিয়ে কলেজের অভ্যন্তরীণ সড়ক হয়ে একাডেমিক ভবনের দিকে যান। এ সময় বিভিন্ন স্লোগান দেন। অন্য শিক্ষার্থীরা হাততালি দিয়ে স্লোগানের জবাব দেন।
‘মেধা না কোটা? মেধা, মেধা’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘আমার বোনের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘ঢাবিতে হামলা কেন, জবাব চাই, জবাব চাই’; ‘চবিতে হামলা কেন, জবাব চাই,দিতে হবে’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘ভাই তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘বোন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ মিছিল-সমাবেশ শেষে আবার ছাত্রাবাসে ফিরে যান শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্মম হামলার ঘটনা ঘটেছে, তা চোখে দেখে অনেকের মনে দাগ কেটেছে। প্রতিবাদের ভাষা হিসেবে তাঁরা বিক্ষোভ করেছেন।