ফরিদপুরে ২০ দিনের ব্যবধানে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

প্রতিদিনই সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
ফাইল ছবি

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০ দিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হলো। চলতি মৌসুমে গত ২১ জুলাই ফরিদপুরে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮ জন রোগী। এ নিয়ে জানুয়ারি থেকে আজ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫০ জন। এর মধ্যে ২ হাজার ৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৯২ জন।

ডেঙ্গুতে মারা যাওয়া ওই রোগীর নাম সেলিনা বেগম। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের আবেদন আলীর স্ত্রী। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে ফরিদপুরের ৪ জন, রাজবাড়ীর ৪ এবং মাদারীপুর ও মাগুরার ১ জন করে রোগী আছেন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৬৮ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সালথায় ৫ ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৩৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৮২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৩, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ফরিদপুরে দ্রুত ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। এ নিয়ে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রথম সমন্বয় সভা হয়েছে। সভায় সচেতনতা বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, মশকনিধন অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, সভার সভাপতি জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এক সপ্তাহ পর ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় সমন্বয় সভার প্রতিশ্রুতি দিয়েছেন।