‘বাবা, আমাকে অন্ধকার ঘরে আটকে রেখেছে, এক লাখ টাকা দিলে ছেড়ে দেবে’

অপহরণ
প্রতীকী ছবি

‘বাবা, আমাকে অন্ধকার একটি ঘরে আটকে রেখেছে। বলেছে এক লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দেবে। তা না হলে এখানে পচে মরতে হবে। চারজন মিলে আমাকে আটকে রেখেছে। তাদের হাতে বড় বড় বন্দুক। ঘরে আলো-বাতাস ঢোকে না। এক দিনে মাত্র একটি বন (রুটি) খেতে দিয়েছে।’

সিলেটে তিন দিন ধরে নিখোঁজ এক তরুণ তাঁর মায়ের ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল দিয়ে বাবার কাছে কথাগুলো বলে সংযোগ কেটে দেন।

নিখোঁজ তরুণ ইয়ামিন আরাফাত ওরফে হামিম (১৯) সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর শেখপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। ইয়ামিন সিলেটের দক্ষিণ সুরমার শাহপরান (রহ.) সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বাবা জামাল উদ্দিন সিলেটের মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইয়ামিনের বাবা জামাল উদ্দিন বলেন, তাঁর দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে ইয়ামিন দ্বিতীয়। বড় ছেলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গেছেন। সে সময় বেশ কিছু ধারকর্য করেছেন। দ্বিতীয় ছেলে ইয়ামিন পড়ালেখার পাশাপাশি বাড়ির পাশে একটি কম্পিউটার কম্পোজ ও মুঠোফোনে টাকা লেনদেনের দোকান চালাতেন। এইচএসসি পরীক্ষার পর থেকে তিনি দোকানে নিয়মিত যাতায়াত করতেন। সম্প্রতি তাঁর মা সালমা আক্তার অসুস্থ হলে ইয়ামিন তাঁর ব্যবহৃত মুঠোফোন বিক্রি করার জন্য সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে যাওয়ার কথা বলে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় মুঠোফোনে টাকা লেনদেন করার নম্বরটিও সঙ্গে নিয়ে গেছেন তিনি।

জামাল উদ্দিন বলেন, ছেলে নিখোঁজের পরদিন থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন এসেছে। সর্বশেষ গতকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে কথা হয়েছে। এ সময় অন্য কেউ কথা বলেনি, শুধু ছেলে কথা বলেছেন। ইয়ামিন বলেছেন, তাঁকে অপহরণ করে অচেনা এক জায়গায় রাখা হয়েছে। সেখানে অন্ধকারে নিজেকে নিজে দেখা যায় না। চারজন মিলে অপহরণ করা করেছে। এক দিনে মাত্র একটি বন রুটি খেতে দিয়েছে। এক লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেবে বলে জানিয়েছে। এরপর ফোন বন্ধ করে দিয়েছে। তবে কাকে কোথায় টাকা দিতে হবে, সেগুলো জানাননি ছেলে।

তবে জামাল উদ্দিনের যে অবস্থা, তাতে এক লাখ জোগাড় করার অবস্থা নেই। তিনি বলেন, তাঁর শয্যাশায়ী স্ত্রী ছেলের শোকে কান্না করতে করতে বারবার মুর্ছা যাচ্ছেন। ছোট মেয়ে বারবার তার ভাইকে এনে দিতে বলছে। বড় ছেলে প্রবাস থেকে ছোট ভাইয়ের ব্যাপারে খোঁজ নিচ্ছেন। ছেলেকে হারিয়ে নিজেও বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বলে জানান জামাল উদ্দিন।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাঈন উদ্দিন বলেন, নিখোঁজের বিষয়টি জানার পর থেকে পুলিশ বিভিন্ন জায়গায় ইয়ামিন আরাফাতের সন্ধান অব্যাহত রেখেছে।

সিলেটে ১৬ দিনের মধ্যে পৃথক স্থানে ৩ কিশোর নিখোঁজ হয়। এর মধ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের মাওলানা আবদুল বাসিতের ছেলে মো. মাহফুজুর রহমানকে নিখোঁজের সাত দিন পর মঙ্গলবার রাতে উদ্ধার করেছে পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর সিলেট সদরের খাদিমনগর রুস্তমপুর আবাসিক এলাকার মামার বাসা থেকে নিখোঁজ হওয়া জালিজ মাহমুদ সিয়াম (১৬) ও গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে উসমান আহমদ গত ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হয়। আজ বিকেল পর্যন্ত তাদের উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি।