কক্সবাজারের রামুর রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর পর ঘটনাস্থলে গ্রামবাসী ভিড় করেন। আজ ভোরে তোলা
কক্সবাজারের রামুর রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর পর ঘটনাস্থলে গ্রামবাসী ভিড় করেন। আজ ভোরে তোলা

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল হক (৪৫)। আজ শনিবার ভোরে উপজেলার রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হক ওই গ্রামের সমাজ কমিটির সভাপতি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, আজ ভোরে ঘর থেকে বের হয়ে সোনাইছড়ি এলাকায় ধানখেতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন আবদুল হক। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে বন্য হাতি পাহাড়ের জঙ্গলে চলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির ছেলে রিফাত হোসেন বলেন, সোনাইছড়ি এলাকায় তাঁদের ধান চাষ চলছে। ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। আজ শনিবার ভোরে বন্য হাতির দল ধান খেতে নামে। এ সময় হাতির আক্রমণে কৃষক আবদুল হকের মৃত্যু হয়।