মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমান
মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমান

চট্টগ্রামের সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফসহ ১২৬ জনের নামে মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুই বছর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, তাঁর ছেলে ও সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমানসহ ১২৬ জনের নামে একটি মামলা হয়েছে। মামলায় এ ছাড়াও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে শাহাদাত হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে মিরসরাই থানায় মামলাটি করেন।

মামলার বাদী শাহাদাত হোসেন ফেনী জেলা সদরের কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি হামলার ঘটনায় আহতদের একজন বলে জানিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম শহরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কর্মিসভা হয়। সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা চালিয়ে ২৫টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত করা হয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মীকে। হামলাকারীরা গাড়িবহরে লুটপাটও চালিয়েছেন।

জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।