চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়
চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়

চট্টগ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় এ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি-সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

এখানে নামাজ আদায় করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজ উপলক্ষে মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। মসজিদ ও এর আশপাশে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া আটটায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জমিয়াতুল ফালাহ মসজিদ ছাড়াও নগরের আরও নয়টি মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া নগরের ৪১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, কোরবানির মূল দর্শন উপলব্ধি করতে হবে। মনের পশুকে কোরবানি দিতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, ঈদের বার্তা হচ্ছে, সবাই মিলে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতি দূর করতে হলে সরকারের নেতাদেরও দুর্নীতিমুক্ত হতে হবে।