জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কৃতী সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। আজ রোববার ঝালকাঠি সরকারি কলেজের মিলনায়তনে
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কৃতী সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। আজ রোববার ঝালকাঠি সরকারি কলেজের মিলনায়তনে

ঝালকাঠিতে জিপিএ-৫ সংবর্ধনা

‘দেশপ্রেমের জন্য তোমাদের এই বিজয়গাথা কাজে লাগাতে হবে’

ঝালকাঠিতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার ঝালকাঠি সরকারি কলেজের মিলনায়তনে শিখো-প্রথম আলো এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঝালকাঠি বন্ধুসভার সহসভাপতি সাব্বির হোসেন ও নির্বাহী সদস্য জান্নাতুল ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি জেলা প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান। অতিথিদের মধ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ সূখদেব বাড়ৈ, ইংরেজি বিভাগের প্রধান ইলিয়াস ব্যাপারী, পরিবেশবাদী সংগঠন ঝালকাঠি ক্যাপ্টেন প্লানেটের সভাপতি মো. সামসুল হক, ঝালকাঠি কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল আমিন, লেখক ও গবেষক কামরুন্নেছা আজাদ, শিক্ষানুরাগী মাহাবুবুজ্জামান স্বপন, প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ সূখদেব বাড়ৈ বলেন, ‘তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের জয়ের জন্য, মানববতার জয়ের জন্য, দেশপ্রেমের জন্য তোমাদের এই বিজয়গাথা কাজে লাগাতে হবে। দেশমাতৃকার সম্মান-মর্যাদা বৃদ্ধিতে কাজে লাগাতে হবে। আমি বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর মধ্যে যদি প্রেরণা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তাকে দিয়ে পৃথিবী জয় করানো সম্ভব।’  

অনুষ্ঠানে অনেক শিক্ষার্থীর সঙ্গে তাদের বাবা-মা কিংবা স্বজনেরাও অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস ব্যাগ সংগ্রহ করে। কেউ কেউ ফটোফ্রেমের ভেতর দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলে। অনেক দিন পর বন্ধু ও সহপাঠীদের একসঙ্গে পেয়ে গল্প-আড্ডায় উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। কৃতী শিক্ষার্থীদের কেউ কেউ মঞ্চে গান গায়। আবার কেউ আবৃত্তি করে কবিতা।

সেলফি তোলায় ব্যস্ত কৃতী শিক্ষার্থীরা। আজ রোববার ঝালকাঠি সরকারি কলেজে

শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের অতিথি মো. সামসুল হক বলেন, ‘তোমরা শুধু মেধাবী মুখ নও, আগামীর বাংলাদেশ। সফল হতে হলে আকাশছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। ভালো মানুষ হতে হবে। মানবিক মানুষ হতে হবে। এসএসসির এই সাফল্য এইচএসসিতেও ধরে রাখতে হবে। বেশি করে পড়াশোনা করতে হবে, সাফল্য অর্জনের জন্য বেশি করে সাধনা করতে হবে।’

অতিথি আল আমিন বাকলাই বলেন, ‘এখান থেকে যা শুনবে, তা ধারণ করবে, লালন করবে। আত্মপ্রত্যয় দৃঢ় হতে হবে। অহংকারী হওয়া চলবে না। আত্মমর্যাদাবোধ বাড়াতে হবে। মানুষ হতে হবে। তোমাদের লক্ষ্য ঠিক করতে হবে এবং লক্ষ্য অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের পাশাপাশি সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করেন পিয়াল ও তাঁর দল। সংগীত পরিবেশন করেন আরটিভি ইয়াংস্টার তারকা অনুরাধা ঐশী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাউল শুভ।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪টি জেলায় চলছে জিপিএ-৫ কৃতী সংবর্ধনা উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।