সিলেটে ট্রাকে বালুর স্তূপের নিচে ভারতীয় অবৈধ চিনি পরিবহনের সময় আটক করেছে পুলিশ
সিলেটে ট্রাকে বালুর স্তূপের নিচে ভারতীয় অবৈধ চিনি পরিবহনের সময় আটক করেছে পুলিশ

সিলেটে ট্রাকের বালুর নিচে মিলল ৩০০ বস্তা ভারতীয় চিনি

সিলেটে ট্রাকে বালুর স্তূপের নিচে ভারতীয় অবৈধ চিনি পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান (রহ.) থানা এলাকার পীরের বাজার জহিরিয়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়। ট্রাক থেকে ৩০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুরের হরিপুরের রায়হান আহমদ, রাজশাহীর প্রবা খারুসা গ্রামের রতন আলী ও ট্রাকচালকের সহকারী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চিনির বস্তাগুলো সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক তিনজনের মধ্যে দুজন এর আগেও চিনি চোরাকারবারের ঘটনায় আটক হয়েছিলেন। কারাগার থেকে বেরিয়ে আবার চোরাচালানে সম্পৃক্ত হয়েছেন তাঁরা।

সিলেটের শাহপরান থানার উপপরিদর্শক মো. আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।