রিমান্ড
রিমান্ড

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা সাইদুল ৫ দিনের রিমান্ডে

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমকে (মিন্টু) দুটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ঝিনাইদহ আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ আবেদন মঞ্জুর করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গত ১১ জুন রাজধানীতে ডিবি পুলিশের হাতে আটক হন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু থানায় আরও চারটি হত্যা মামলা করা হয়। এগুলোর মধ্যে ২০১৩ সালে ঝিনাইদহ শহরের হাটের রাস্তার মোড়ে আবদুস সালাম ও ২০১৫ সালে শহরের মডার্ন মোড়ে তরিকুল ইসলামকে হত্যার ঘটনায় পৃথক মামলায় আজ তাঁকে আদালতে তোলা হয়েছিল।

আদালত সূত্র আরও জানায়, আজ সকাল সাতটায় সাইদুল করিমকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এরপর সকাল সাড়ে সাতটায় তাঁকে কাঠগড়ায় তোলা হয়। ওই সময় পুলিশের পক্ষ থেকে ২ মামলায় ১৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক শুনানি শেষে একটি মামলায় তিন ও অপর মামলায় দুই দিন করে মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামির পক্ষে আইনজীবী ইসমাইল হোসেন, আবদুল মান্নান ও সামছুজ্জামান শুনানিতে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আবদুল্লাহ জানান, ওই দুই মামলায় যথাক্রমে ১০ ও ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন তাঁরা। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।