বৃষ্টি উপেক্ষা করে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে হত্যার প্রতিবাদ, জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় গলায় ও হাতে শিকল বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান এক শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামগঞ্জ পৌর শহরের সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করেন শতাধিক আন্দোলনকারী।
মিছিলটি প্রায় দুই ঘণ্টা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কের পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগানের ফেস্টুন দেখা যায়। এর মধ্যে একজনকে গলায় ও হাতে শিকল বেঁধে মিছিল করতে দেখা যায়।
রামগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি পালন করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানমালের নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।