সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার অভিযোগে বর্তমান চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউপির চেয়ারম্যান মিঠুন হালদার
ছবি: প্রথম আলো

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের ( ইউপি) সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার হত্যা মামলায় ওই ইউপির বর্তমান চেয়ারম্যানসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ ও র‌্যাব-৮ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আটঘর কুড়িয়ানা ইউপির বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার এবং তাঁর সহযোগী সুসময় হালদার, জালিস মাহামুদ, আমিনুল ইসলাম, তাপস মজুমদার, শংকর সরকার, স্বাধীন হালদার ও বাবুল হাওলাদার। তাঁদের মধ্যে মিঠুন হালদার সাবেক চেয়ারম্যান শেখর কুমার হত্যা মামলার প্রধান আসামি।

জানা গেছে, র‌্যাব-৮–এর একটি দল গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার এবং তাঁর সহযোগী সুসময় হালদার, জালিস মাহামুদ ও আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। বাকি চার আসামিকে স্থানীয় থানার পুলিশ গ্রেপ্তার করে।

র‌্যাব-৮ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শেখর কুমার সিকদার। পথে কুড়িয়ানা বাজারে আটঘর কুড়িয়ানা ইউপির চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন শেখর কুমার সিকদারের পথরোধ করেন। এরপর বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা দিয়ে শেখর কুমার সিকদারের ওপর হামলা চালান। হাসপাতালে নেওয়ার পর তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের স্ত্রী মালা মণ্ডল বাদী হয়ে মিঠুন হালদারকে প্রধান আসামি করে স্থানীয় থানায় হত্যা মামলা করেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, ‘এ ঘটনায় পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে। শুনেছি, র‌্যাব প্রধান আসামি মিঠুন হালদারসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে। তবে র‍্যাব গ্রেপ্তার হওয়া ওই চার ব্যক্তিকে এখনো থানায় সোপর্দ করেনি।’

পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শেখর কুমার সিকদার স্থানীয় কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় কুড়িয়ানা বাজারে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে শেখর কুমার সিকদারের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত শেখর কুমার সিকদার নিহত হন।

শেখর কুমারের এক স্বজন বলেন, কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের দাওয়াতপত্রে মিঠুন হালাদারের নাম ওপরের দিকে লেখা হয়নি। এ ঘটনায় মিঠুন হালাদার ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে প্রতিপক্ষ শেখর কুমার সিকদারের ওপর হামলা করেন। ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিঠুন হালদারের কাছে শেখর কুমার সিকদার পরাজিত হন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।