নরসিংদীর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। বুধবার বেলা একটার দিকে শহরের উপজেলা মোড় এলাকায়
নরসিংদীর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। বুধবার বেলা একটার দিকে শহরের উপজেলা মোড় এলাকায়

নরসিংদীতে পুলিশের বাধায় আদালত প্রাঙ্গণে যেতে পারেননি শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যাকাণ্ডের দায় স্বীকারসহ ৯ দফা দাবিতে নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা একটার দিকে শহরের উপজেলা মোড় এলাকায় মিছিল শুরু করলে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন।

দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ব্রাহ্মন্দী এলাকায় জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী। তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী আদালত প্রাঙ্গণের দিকে রওনা হন। উপজেলা মোড় এলাকায় পৌঁছানোর পর পুলিশ বাধা দেয়। আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই প্রায় ৩০ মিনিট অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। বেলা দেড়টার দিকে বিক্ষোভকারীরা ফিরে যান।

শিক্ষার্থীরা বলছিলেন, সারা দেশে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন ও নরসিংদী আদালতের আইনজীবী শিরিন সুলতানা ছিলেন।

সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন বলেন, ‘আমরা আদালত চত্বরে শিক্ষার্থীদের নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় আদালত চত্বরে যেতেই পারিনি। পুলিশের সদস্যদের একাধিকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ। ওসি তানভীর আহমেদ বলেন, মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণের দিকে যেতে চেয়েছিলেন তাঁরা। তাঁদের আন্দোলনে কোনো বাধা দেওয়া হয়নি। আদালত প্রাঙ্গণে যেতে বাধা দেওয়া হয়েছে।