সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার দুস্থ, অসহায়, হতদরিদ্র মানুষ ঈদ উপলক্ষে সরকারের বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচি ভিজিএফের চাল পাচ্ছেন না। পৌর কর্তৃপক্ষের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে পর্যাপ্ত বরাদ্দ তারা পায়নি। চাল কম আসায় তা তারা উত্তোলন করেনি। ফলে ঈদের সময় হতদরিদ্র পরিবারের লোকজন ভিজিএফের খাদ্যসহায়তা কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছেন।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে ৪ হাজার ৬২১ কার্ড বরাদ্দ পাওয়ার কথা থাকলেও আমরা দ্বিতীয় শ্রেণির পৌরসভার হিসেবে ৩ হাজার ৮১ কার্ড বরাদ্দ পেয়েছি। তাই আমরা প্রথম শ্রেণির পৌরসভা অনুযায়ী বরাদ্দ দিতে আবেদন করছি।’
জগন্নাথপুর পৌরসভা ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ এপ্রিল জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে খাদ্যসহায়তা কর্মসূচি ভিজিএফের ১৪৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জগন্নাথপুর পৌরসভা বরাদ্দ পায় ৩০ টন চাল। উপজেলা খাদ্য কার্যালয় থেকে পৌর কর্তৃপক্ষকে ভিজিএফের চাল উত্তোলন করতে বলা হয়। কিন্তু এই চাল উত্তোলন করেনি পৌর কর্তৃপক্ষ।
জগন্নাথপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, ‘আমরা বরাদ্দ অনুযায়ী সবাইকে ভিজিএফের চাল উত্তোলন করতে বলেছি। ঈদের আগে এ চাল বিতরণ করার কথা থাকলেও পৌর মেয়র অতিরিক্ত বরাদ্দপ্রাপ্তির পর চাল উত্তোলন করবেন বলে জানিয়েছেন।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, ঈদের আগে চাল উত্তোলন করে বিতরণ করলে দুস্থ ব্যক্তিরা উপকৃত হতেন। অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেলে ঈদের পর তা সমন্বয় করে দেওয়া হবে।