গতকাল চাপ থাকলেও বাবুবাজার সেতু আজ অনেকটা ফাঁকা

বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু দিয়ে আজ দুপুরের পর থেকে যানবাহনের চাপ কমে গেছে। কেরানীগঞ্জের লায়ন শপার্স বিপণিবিতান এলাকায়
ছবি: প্রথম আলো

বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতুর সংস্কারকাজ চলমান থাকায় সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাজধানী ঢাকা থেকে মাওয়া, বরিশাল, মাদারীপুর, খুলনাসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী ভারী যানবাহনগুলো বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু দিয়ে চলাচল করছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাবুবাজার সেতু দিয়ে ভারী যানবাহনসহ অন্যান্য যানবাহন চলাচল করায় সেতু ও কেরানীগঞ্জের কদমতলী এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালেও বাবুবাজার সেতু ও কদমতলী এলাকায় যানবাহনের চাপ দেখা যায়। তবে দুপুর থেকে এই এলাকায় যানবাহন কমে যেতে থেকে। বেলা একটার পর থেকে সেতুতে যান চলাচল অনেকটা ফাঁকা হয়ে যায়।

আজ বেলা ১১টার দিকে পোস্তগোলা সেতুতে দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সেতুর সংস্কারকাজে ব্যস্ত সময় পার করছেন। সেতুর একপাশ (পশ্চিম প্রান্ত) দিয়ে হালকা যাত্রীবাহী বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। সেতুর দুই প্রান্ত থেকে সওজের পক্ষ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বাবুবাজার সেতু ও কদমতলী সড়ক এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যরা তৎপর রয়েছেন।

সওজ কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, গতকাল থেকে পোস্তগোলা সেতুর দুটি গার্ডারের মেরামত ও ‘রেট্রোফিটিং’ কাজ শুরু হয়েছে। এ সংস্কারকাজ আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে। এ জন্য এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। সংস্কারকাজ শেষ হওয়ার পর ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।

এদিকে আজ বেলা আড়াইটার দিকে বাবুবাজার সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের কদমতলী এলাকায় যানজট তেমন নেই। সেতুতে যান চলাচল প্রায় শূন্য হয়ে পড়েছে। মাঝেমধ্যে দু-একটা যানবাহন চলাচল করলেও কোনো চাপ নেই।

শিবচরগামী আনন্দ পরিবহনের চালক মিজান হাওলাদার বলেন, ‘গতকাল এই সেতুতে খুব বেশি যানজট ছিল। যানজটের কারণে সেতু পার হতে প্রায় ঘণ্টাখানেক লেগে যায়। আজ পাঁচ মিনিটের মধ্যেই সেতু পার হয়েছি। যানজট নেই।’

কদমতলী এলাকায় দায়িত্ব পালনরত ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক আল আমিন বলেন, গতকাল বাবুবাজার ও কদমতলী এলাকায় যানবাহনের যে চাপ ছিল, আজ তেমন চাপ নেই। সকালে কিছুটা চাপ থাকলেও দুপুর থেকে যানবাহন কম চলাচল করছে। তিনি আরও বলেন, বাবুবাজার সেতু ও কদমতলী সড়ক এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যরা তৎপর রয়েছেন।