পাঁচ বছরের শিশু মুনতাকিম নূর তানিম দুই দিন ধরে জ্বরে ভুগছিল। মা শাহেদা বেগম (২৪) তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। ওষুধ নিয়ে ইজিবাইকে করে সন্তানকে নিয়ে বাড়িতে ফিরছিলেন শাহেদা। পথে ইজিবাইক উল্টে তাঁর হাত থেকে ছিটকে পড়ে ইজিবাইকটির নিচে চাপা পড়ে মুনতাকিম। শাহেদাও অপর পাশে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা ইজিবাইকের নিচ থেকে মুনতাকিমকে উদ্ধার করেন, তবে ততক্ষণে মারা গেছে শিশুটি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার গোঁয়াখালীর মাতবরপাড়া এলাকায় পেকুয়া বাজার-মগনামা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা ইজিবাইকের নিচ থেকে মুনতাকিমকে উদ্ধার করেন, তবে ততক্ষণে মারা গেছে শিশুটি।
নিহত শিশু মুনতাকিমের পরিবার উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার বাসিন্দা। ওই এলাকার রেজাউল করিম ও শাহেদা বেগমের দুই সন্তানের মধ্যে বড় মুনতাকিম।
মুনতাকিমের মামা ওয়াহিদ রহমান বলেন, সড়কের ওপর মাটির স্তূপ রয়েছে। ইজিবাইকের চালক ওই মাটির স্তূপের ওপর চাকা তুলে দিলে গাড়ি উল্টে যায়। এতে তাঁর ভাগনে নিহত হয় এবং বোন আহত হন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদ আলী বলেন, ‘স্থানীয় লোকজন ইজিবাইকটি আটক করেছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার কী চায়, তার ওপর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’