‘শান্তিপ্রিয় সমাজের জন্য আমাদের বই পড়তে হবে’

প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে
ছবি: প্রথম আলো

বরগুনার আট শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে ৪ হাজার ২০০টি বই উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বরগুনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন রাড়ী বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘বই আমাদের পরম বন্ধু। শান্তিপ্রিয় সমাজের জন্য আমাদের বই পড়তে হবে। বর্তমানে তরুণ প্রজন্ম বই পড়ে না। ভালো মানের লেখকদের এসব বই এলাকার তরুণ ও পাঠকদের পাঠাভ্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের এ উদ্যোগের জন্য ধন্যবাদ।’

বই পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, বরগুনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, উত্তর কুমড়াখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজ, সুলতানা সালেহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, সানরাইজ কিন্ডারগার্টেন, ইথিকস ইন্টারন্যাশনাল স্কুল, বেতাগীর উপজেলা পুটিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রথম আলো বরগুনা বন্ধুসভার সভাপতি অরূপ তালুকদারের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সদর উপজেলার উত্তর কুমড়াখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত মিত্র বলেন, ‘উপহারের বইগুলো পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত। বই পেয়ে তারা পড়ায় আরও মনোযোগী হবে। আমাদের বিদ্যালয়ের অধিকাংশ শিশুই সুবিধাবঞ্চিত। অনেকেরই বই কেনার সামর্থ্য নেই। বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট থেকে শিশুদের উপযোগী বই দেওয়ায় শিশুরা উপকৃত হবে।’

বেতাগীর পুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, তাঁর বিদ্যালয়টি বেতাগী উপজেলা প্রত্যন্ত এলাকায়। প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের বই পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত। তাঁদের বিদ্যালয়ের পাঠাগারে তেমন কোনো বই ছিল না। এই বইগুলো তাঁরা যত্নসহকারে রাখবেন। সমাজকে আলোকিত করতে প্রথম আলো সব সময় তাঁদের পাশে থাকবে, এটাই প্রত্যাশা।

আয়োজকেরা বলেন, বিকাশ সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ৭৫ হাজার বই বিতরণ করবে। আর এ উদ্যোগের সহযোগী হিসেবে আছে প্রথম আলো ট্রাস্ট। এ উদ্যোগে সহায়তা করতে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টে বই কেনার জন্য যে কেউ চাইলে অনুদানও দিতে পারেন। ইতিমধ্যে অনেক মানুষের ছোট ছোট অনুদান এক করে এই উদ্যোগের আওতায় ২০২২ সাল পর্যন্ত ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করা হয়েছে। বর্তমানে ২০২৩ সালের বই বিতরণ কার্যক্রম চলছে।

বরগুনা গৌরিচন্না সুলতানা সালেহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. কালাম বলেন, প্রথম আলো ও বিকাশ থেকে বই উপহার দেওয়ায় তাঁরা কৃতজ্ঞ। প্রথম আলো সব সময় অবহেলিত-বঞ্চিতদের পাশে দাঁড়ায়।