রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া রাজশাহীসহ মোট পাঁচটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে ভর্তি পরীক্ষা উপকমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১২, ১৯ ও ২৬ এপ্রিল নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তিসংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।