মহসিন আকন
মহসিন আকন

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মহসিন আকনের (৬২) মৃত্যু হয়েছে।

তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

মহসিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বাসিন্দা ছিলেন। এর আগে ৫ সেপ্টেম্বর রাতে এওজ বাজারের কাছে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সম্প্রতি মহসিন আকনের জামাতা সাঈদ ব্যাপারী এওজ গ্রামে এক খণ্ড জমি কিনেছিলেন। ওই জমি নিয়ে মজিবর মুন্সী নামের স্থানীয় এক বাসিন্দার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে এওজ বাজারের কাছে মহসিনকে একা পেয়ে ঘিরে ধরেন মজিবর মুন্সীর লোকজন। পরে তাঁরা দেশি ও ধারালো অস্ত্র দিয়ে মহসিনকে কুপিয়ে জখম করেন। তাঁর চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সেখান থেকে পালিয়ে যান হামলাকারী ব্যক্তিরা। পরে মহসিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছিল। তাঁর মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবার থানায় এখনো লিখিত অভিযোগ করেনি। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে ধরতে আইনগত ব্যবস্থা নেবে।’