ঢাকা-লন্ডন থেকে মনিটরিং করে পঞ্চগড়ে হামলা করে বিএনপি-জামায়াত: তথ্যমন্ত্রী

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার দুপুরে পঞ্চগড়ের ফুলতলা এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকা ও লন্ডন থেকে মনিটরিং করে বিএনপি-জামায়াত পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রোববার দুপুরে পঞ্চগড়ের ফুলতলা ও শালশিড়ি এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, পঞ্চগড়ে গন্ডগোল লাগিয়ে সারা দেশে গন্ডগোল লাগানোর উদ্দেশ্য ছিল তাদের। ঠিক যেভাবে ২০১৩, ’১৪, ’১৫ সালে সরকারি স্থাপনায় আক্রমণ করা হয়েছিল, ঠিক একই কায়দায় আহমদিয়া জামাতের জলসাকে কেন্দ্র করে আগে থেকেই উসকানি ছড়িয়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও সরকারি স্থাপনায় হামলা করা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আহমদিয়াদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছি। ২, ৩ ও ৪ তারিখে পঞ্চগড়ে জঘন্য হামলা করা হয়েছে। এই হামলা করার আগে থেকেই কিন্তু উসকানি ছড়ানো হয়েছে। বাঁশেরকেল্লা পেজ থেকে, কাদিয়ানি (আহমদিয়া) বিরোধী ঐক্য পরিষদের পক্ষ থেকে, বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও হারুন আর রশিদের ফেসবুক পেজ থেকে উসকানি ছড়িয়ে সংগঠিত করে এ হামলা করা হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, যারা সারা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে এই হামলা করা হয়। মানুষকে উসকানি দেওয়া হয়েছে। বাঁশেরকেল্লা কারা পরিচালনা করে, এটা সবাই জানেন। একই সঙ্গে এখানকার যুবদলের যুগ্ম আহ্বায়ক উসকানি ছড়িয়েছেন। শিবিরের তেঁতুলিয়া উপজেলার সভাপতি উসকানি ছড়িয়েছেন। এমনকি যাঁরা জড়িত ছিলেন, তাঁদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। অন্য ব্যানার ব্যবহার করলেও তাঁরা মূলত বিএনপি-জামায়াতে নেতা-কর্মী।

হামলা পূর্বপরিকল্পিত দাবি করে মন্ত্রী বলেন, ‘এখানে কোন বাড়িতে হামলা হবে, কোন বাড়িতে হবে না, সেটি আগে থেকেই রেকি করে ফ্ল্যাগ (পতাকা) লাগিয়ে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত হামলা। আমরা আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের প্রতি সংহতি জানাতে এসেছি। আপনারা আহমদিয়া সম্প্রদায়ের মানুষ, ভয় পাবেন না। আপনাদের সঙ্গে দেশের মানুষ আছে, আমরা আছি, আমাদের দল আছে।’

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার দুপুরে পঞ্চগড়ের ফুলতলা এলাকায়

তথ্যমন্ত্রীর সঙ্গে এ সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম, পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আহ্বায়ক আহমদ তবশির চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বিকেলে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক-সংলগ্ন মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’-এ যোগ দেন মন্ত্রী।