বাজারের ব্যাগে পাওয়া গেল আড়াই কোটি টাকার সোনার বার

উদ্ধার করা সোনার বার
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল বন্দর থানার পুটখালী এলাকায় পুটখালী-বালুন্ডা সড়কে এক ব্যক্তির সঙ্গে থাকা বাজারের ব্যাগ থেকে ২০টি সোনার বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার দুপুরে বারগুলোসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দ করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৩ হাজার টাকা।

আটক ব্যক্তির নাম হৃদয় হোসেন (২৫)। তিনি বেনাপোল বন্দর থানার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র আরও জানায়, ভারতে সোনা পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা আজ দুপুরে বেনাপোল বন্দর থানার পুটখালী এলাকায় অভিযান চালান। এ সময় একটি বাজারের ব্যাগে থাকা ২০টি সোনার বারসহ হৃদয় হোসেনকে আটক করা হয়।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান প্রথম আলোকে বলেন, আটক তরুণের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো থানায় জমা দেওয়া হয়েছে।