ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পেছনের উঁচু টিলায়
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পেছনের উঁচু টিলায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিলায় আগুন লেগে পুড়ল গাছ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি বিভাগের পেছনের টিলায় আজ শনিবার আগুন লেগে কিছু গাছ পুড়ে গেছে। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পেছনের উঁচু টিলায় (লালমাই পাহাড়ের একটি অংশে) হঠাৎ করে আগুন লাগে। আগুনে টিলার কিছু গাছ পুড়ে যায়। এতে ধোঁয়া উঠতে থাকে। খবর পেয়ে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমান ও সহকারী প্রক্টর অমিত দত্ত ঘটনাস্থলে আসেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ হোসেন বলেন, কী কারণে আগুন লেগেছে, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে দেশলাইয়ের কাঠি থেকে বা কেউ ধূমপান করার সময় এই আগুন লাগতে পারে। এর আগেও একই স্থানে আগুন লেগেছিল। এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খুঁজে বের করতে হবে। এখন শুষ্ক মৌসুম। এ সময় একটু আগুন ধরলেই দ্রুত ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অমিত দত্ত বলেন, কয়েক মাস আগেও সেখানে আগুন লেগেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, লালমাই পাহাড়ের বৃক্ষরাজি ও জীববৈচিত্র্য ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে টিলায় আগুন দেওয়া হয়। এরপর টিলা কেটে সমতল করা হয়। ঘটনাটি পরিকল্পিত কি না, তদন্ত করে কর্তৃপক্ষকে খুঁজে বের করতে হবে।