নীলফামারীতে মিথ্যা মামলা করার দায়ে মামলার বাদীকে তিন বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–২–এর বিচারক মো. মেহেদী হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আরিফ হোসেন (৪৮)। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাস্টারপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধর ও আটকে রাখার অভিযোগ এনে ঠাকুরগঞ্জ মাস্টারপাড়া গ্রামের ৯ ব্যক্তিকে আসামি করে ডিমলা থানায় মামলা করেন আরিফ হোসেন। তবে মামলার তদন্তের সময় অভিযোগ সঠিক নয় এবং মিথ্যা বলে প্রতীয়মান হয়।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, পরে পুলিশ ওই মামলার বাদী আরিফ হোসেনের বিরুদ্ধে ২১১ ধারায় মামলা করার জন্য আদালতে আবেদন করে। আদালতের অনুমতি পেয়ে ২০২০ সালে মামলা করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে প্রমাণিত হয়, আরিফ হোসেন মিথ্যা অভিযোগে মামলা করেছিলেন।
আদালতের পুলিশ পরিদর্শক জিন্নাত আলী বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে গতকাল সন্ধ্যায় নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।