দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করার সময় নিখোঁজ হওয়া এক ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের পাশে কুলানন্দপুর ঘাটে ডুবে যাওয়ার তিন ঘণ্টা পর আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
মারা যাওয়া ব্যক্তির নাম ফাইজির রহমান (৪৮)। তিনি তাবলিগ জামাতের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক।
প্রত্যক্ষদর্শী ও তাবলিগ জামাতের সদস্য আবদুল ওয়াদুদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার ছয়জন ইন্দোনেশিয়ার নাগরিক, দুজন বাংলাদেশিসহ তাবলিগ জামাতের আট সদস্য কুলানন্দপুর গ্রামের একটি মসজিদে আসেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে ছয় ইন্দোনেশিয়ার নাগরিক মসজিদ থেকে পূর্ব দিকে প্রায় ৪০০ মিটার দূরে করতোয়া নদীতে কুলানন্দপুর ঘাটে যান। তাঁরা নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। এরপর তাঁরা গোসল করতে নদীতে নামেন। তাঁদের মধ্যে ফাইজির রহমান নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে সঙ্গীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করেও ফাইজির রহমানের সন্ধান পাননি।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। কিন্তু নিখোঁজ ফাইজির রহমানের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা বেলা ১১টার দিকে নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। বেলা সাড়ে ১১টার দিকে নদীতে গভীর জলে ডুবে থাকা অবস্থায় ফাইজির রহমানের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক প্রথম আলোকে বলেন, বুধবার সকালে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে একজন ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বিষয়টি তাবলিগ জামাতের জেলা পর্যায়ের নেতাদের জানানো হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।