নাটোর সদর উপজেলায় মহাসড়কে চলন্ত ট্রাক উল্টে গিয়ে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম শফিকুল ইসলাম (৩৬)। আর আহত সহকারী হলেন মৃদুল হোসেন (১৮)। তাঁদের দুজনের বাড়ি পাবনা জেলায়।
ঝলমলিয়া হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে পাবনা থেকে রাজশাহী যাওয়ার পথে সিমেন্টভর্তি ট্রাকটি নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন চালক শফিকুল ইসলাম। ট্রাকের ইঞ্জিন কভারে আটকে পড়েন চালকের সহকারী মৃদুল হোসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মৃদুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
আজ বেলা পৌনে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন মৃদুল হোসেন প্রথম আলোকে বলেন, দিবাগত রাত দুইটার দিকে বাঘাবাড়ি নৌবন্দর থেকে সিমেন্টভর্তি ট্রাক নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তাঁরা। পাবনা পার হওয়ার পর থেকে তাঁদের চোখে ঘুম ঘুম ভাব আসে। কিন্তু সকাল আটটার মধ্যে রাজশাহীতে পৌঁছানোর তাড়া ছিল। সে জন্য ট্রাকটি চালিয়ে যাচ্ছিলেন। হয়বতপুরে এসে তাঁরা দুজনই ঘুমিয়ে পড়েন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। চালক সেখানেই মারা যান। তিনি আটকে পড়েছিলেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
ঝলমলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বলেন, সারা রাত জেগে গাড়ি চালানোর কারণে চালক ও সহকারী ঘুমিয়ে পড়েন। চালকের সেই ঘুম আর ভাঙেনি। তিনি মারা গেছেন। চালকের সহকারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।