ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘যারা ৫ আগস্টের পর দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, ওদের প্রত্যাখ্যান করুন, ভালো মানুষকে গ্রহণ করুন।’ আজ বুধবার ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, বারবার দেশে পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চায়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ এম মোমতাজুল করীম। সমাবেশে দলটির সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
ফয়জুল করীম বলেন, ‘ব্যক্তিকে ভোট দেবেন না, মার্কায় দেবেন। তাহলে নমিনেশন–বাণিজ্য, পেশিশক্তির ব্যবহার, কালোটাকার ব্যবহার, দুর্নীতি, মারামারি, কাটাকাটি বন্ধ হবে। যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয়, তাহলে ৮০ ভাগ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। প্রতিটি দল অংশগ্রহণ করতে পারবে, সবার সংসদ হবে। সবাই সবার কথা বলতে পারবে এবং দেশের হাজারো রকমের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ভালো লোকগুলো সংসদে যাবে, যোগ্য লোক সংসদে যাবে, কালোটাকার মালিক সংসদে যেতে পারবে না। তাই জনগণের ঐক্যের প্রয়োজন। যে গোষ্ঠীর মধ্যে, দলের মধ্যে ঘুষ দুর্নীতি আছে, চুরি আছে, ডাকাতি আছে, তাদের প্রত্যাখ্যান করুন।’