নারায়ণগঞ্জে উঠান ঝাড়ু দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
 প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ভুঁইগড় মাহমুদপুর এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীরা হলেন ওই বাড়ির ভাড়াটে মৃত নুর মিয়ার স্ত্রী নুর বানু (৬০) ও তাঁর মেয়ে বিলকিস বেগম (৪০)। তাঁদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামে। বিলকিস বেগমের স্বামীর নাম রঞ্জু মিয়া।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ফতুল্লার মাহমুদপুর এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন নুর বানু ও বিলকিস বেগম। আজ সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় লোহার খুঁটি ধরলে নুর বানু বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকারে মেয়ে বিলকিস বেগম এগিয়ে এসে নুর বানুকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করেন। তবে ততক্ষণে মা-মেয়ে দুজনই প্রাণ হারিয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

আশপাশের লোকজন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করেন। তবে ততক্ষণে মা-মেয়ে দুজনই প্রাণ হারিয়েছেন।

এলাকাবাসী অভিযোগ করেন, পুরোনো তারে ওই বাড়িতে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। সেই তারের খোলা অংশ লোহার খুঁটিতে লেগে ছিল। বাড়িওয়ালার অবহেলার কারণে তাঁদের দুজনের মৃত্যু হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তিদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।