বিরল পৌরসভা নির্বাচন

ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, আহত ৬

দিনাজপুরের বিরল পৌরসভা নির্বাচনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভাঙচুর হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি
ছবি: প্রথম আলো

দিনাজপুরের বিরল পৌরসভা নির্বাচনের একটি কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ছয়জন আহত হন।

ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবদুল লতিফ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওসার ও সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন। ভাঙচুর হওয়া গাড়িটি ইউএনওর বাসভবনে রাখা হয়েছে।

ইউএনও আফছানা কাওসার বলেন, ‘ভোটকেন্দ্রে সামান্য গন্ডগোল হয়েছে। উত্তেজিত লোকজন রিকুইজিশনের একটি গাড়িতে হামলা করেছে। তবে প্রশাসনের কেউ আহত হননি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আমরা আলোচনায় বসেছি।’

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ শেষ হয়। এরপর ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় ভোটকেন্দ্রের আশপাশে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। পরে প্রিসাইডিং কর্মকর্তা হাতে লেখা নির্বাচনী ফলাফল বিদ্যালয় ভবনের দেয়ালে টাঙাতে গেলে পরাজিত প্রার্থীর সমর্থকেরা চিৎকার শুরু করেন। তাঁরা ইভিএম মেশিন থেকে পাওয়া কপি দেখতে চান। তখন ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা গাড়িতে ভোটের সরঞ্জামাদি তুলে চলে আসতে উদ্যত হলে পরাজিত প্রার্থীর সমর্থকেরা ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় কয়েকজন আহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, ৯ নম্বর ওয়ার্ডে কমিশনার (পুরুষ) পদে দুজন প্রার্থী ছিলেন। উটপাখি প্রতীকে আরিফুর রহমান পেয়েছেন ৫৩৩ ভোট এবং ডালিম প্রতীকে মামুনুর রশিদ পেয়েছেন ৪৪৫ ভোট। পরাজিত প্রার্থীর সমর্থকেরা হট্টগোল করার চেষ্টা করেছিলেন। তবে তাঁরা প্রাথমিক ফলাফল প্রকাশ করে সব মালামালসহ নিরাপদে উপজেলা নির্বাচন কেন্দ্রে পৌঁছেছেন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন বলেন, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। এতে একজন পুলিশ সদস্য ও দুজন আনসার সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

বিরল পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবুজার সিদ্দিক সাগর নির্বাচিত হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভায় মোট ভোটার ছিলেন ৯ হাজার ৯৭৪।