পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের অবকাঠামোগত প্রকৌশল (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং) বিষয়ে দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। বর্তমানে চলছে প্রতিযোগিতার নিবন্ধনপর্ব।
নিবন্ধনের প্রক্রিয়া জানাতে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সিলেটের দুটি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। বেলা একটার দিকে সিলেটের লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের ১ নম্বর গ্যালারিতে ও বিকেল সোয়া চারটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওই অনুষ্ঠান হয়।
প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজনের একাডেমিক পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। অনুষ্ঠানে প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে ইন-জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি তুলে ধরেন।
লিডিং ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য কাজী আজিজুল মাওলা ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অমিত চক্রবর্তী বক্তব্য দেন। বক্তৃতায় উপাচার্য বলেন, ‘বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের দক্ষতার পরিচয় তুলে ধরছে। এই আয়োজনেও আমাদের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের প্রকৌশলচর্চার দক্ষতা বাড়াতে পারবে।’
অমিত চক্রবর্তী বলেন, ‘এ ধরনের বাস্তবমুখী প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের জ্ঞান বাস্তবে প্রয়োগ করার কৌশলচর্চার সুযোগ পাবে। এতে করে তাদের ক্যারিয়ারে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ইন-জিনিয়াস আয়োজনের সমন্বয়ক মো. নূরুজ্জামান নাদিম, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাফর আহমদ লিমন, প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি অন্তর শ্যাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারিহা হক।
অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানেও জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম ও অধ্যাপক এইচ এম এ মাহফুজ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন-জিনিয়াস প্রতিযোগিতার সমন্বয়ক মো. নূরুজ্জামান নাদিম।
অধ্যাপক জহির বিন আলম বলেন, ‘জামিলুর রেজা চৌধুরী স্যার আমাদের সামনে এগিয়ে যাওয়ার মতো অনেক কিছু রেখে গিয়েছেন। শুধু প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্যই এখানে অংশ নিতে হবে, এমন নয়। এখানে যে দক্ষতাগুলো অর্জিত হবে, তা ভবিষ্যতে অন্যদের থেকে প্রফেশনাল ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
অধ্যাপক এইচ এম মাহফুজ বলেন, ‘নিজেকে মানুষের সামনে আত্মপ্রকাশ করার জন্য এই ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। আশা করব, ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েরাও এ আয়োজনে অংশ নিয়ে তাঁদের দক্ষতার পরিচয় দেবে।’
আয়োজকেরা জানান, যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয়, চতুর্থ ও সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বর্তমানে নিবন্ধন কার্যক্রম চলছে। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের এই লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।