নীল আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে এখন শরৎকাল। কখনো সাদা, কখনো কালচে রূপ ধারণ করছে মেঘের দল। রাতভর ছিল বৃষ্টি। আর সকালে শরতের স্নিগ্ধ রূপ। লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল চত্বরে আসা শত শত শিক্ষার্থীর উচ্ছ্বাস শরতের এমন সকালকে যেন আরও রঙিন করে তুলল।
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আজ মঙ্গলবার লক্ষ্মীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। একই সঙ্গে সারা দেশের ৬৪টি জেলায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসব পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার ৪৭৬ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আজ। অনুষ্ঠানের আগে অনলাইনে নিবন্ধন করে শিক্ষার্থীরা।
সকাল নয়টা থেকেই লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন প্রাঙ্গণ ভরে উঠেছিল শিক্ষার্থীদের পদচারণে। মা–বাবার চোখরাঙানি আর নিত্যদিনের পড়াশোনার বাইরে নিজেদের ইচ্ছেমতো একটা দিন কাটানোর সুযোগ পেয়ে শিক্ষার্থীরা যেন আনন্দে ভাসছিল। নির্দিষ্ট সময়ের আগেই দুই শতাধিক শিক্ষার্থী জড়ো হয় টাউন হলে।
সকালে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ক্রেস্ট গ্রহণ করে। সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য আরও ছিল অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।
সকাল ১০টার দিকে টাউন হলের মঞ্চে আসেন অতিথিরা। এরপর প্রথম আলো বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আয়োজন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপন। এরপর শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে মঞ্চে আসেন শিক্ষানুরাগী লায়ন জহিরুল ইসলাম, চৌমুহনী এস এ কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, প্রথম আলোর চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক ওমর কায়সার। শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ করান লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর বন্ধু সভার সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন ও মারজান চৌধুরী।
বক্তারা জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রথম আলোর সামাজিক কর্মসূচির মধ্যে অন্যতম বড় আয়োজন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। এটি সফলভাবে আজ লক্ষ্মীপুরে শেষ হলো।
শিক্ষা অনুরাগী অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘জীবনে ভালো কিছু করার জন্য স্বপ্ন দেখতে হবে তোমাদের। স্বপ্ন সফল করতে সব সময় চেষ্টা করতে হবে। আর দেশকে ভালোবাসতে হবে। ভালোভাবে পড়ালেখার পাশাপাশি দেশের জন্যও কিছু করার মানসিকতা রাখতে হবে।’
শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও উৎসাহ দিয়ে শিক্ষানুরাগী জহিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে তোমাদের মতো এ রকম অনেক মেধাবী লুকিয়ে আছে। সম্মিলিত প্রচেষ্টায় তাদের তুলে আনতে হবে। সবাই বলছে, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সে জন্য আমাদের শিক্ষিত মানবসম্পদ গড়ে তুলতে হবে। এই অদম্য মেধাবীরা একসময় দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
জেলার হামছাদী কাজির দীঘির পাড় আলিম মাদ্রাসার শিক্ষার্থী সাহেদ আলম অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে বলে জানাল। সে বলে, ‘অনুষ্ঠানের প্রতিটি কথা আমি আমার মনের সাদা খাতায় লিখে রেখেছি। প্রতিটি শব্দ আমাকে নতুন কিছু করার, নতুন স্বপ্ন বুনতে অনুপ্রেরণা জোগাবে। এখানে এসে আমি আমাকে নতুনভাবে চিনতে শিখেছি, জানতে শিখেছি। প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহস জোগানোর জন্য।’
সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্য ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।